সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইবি

ইবি প্রতিনিধি
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে ইবি

২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ। সোমবার ১২৭তম একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মামুনুর রহমান।

তিনি বলেন, শিক্ষক সমিতির সাধারণ সভায় আমরা গুচ্ছে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম। সব শিক্ষকের মতামতের ভিত্তিতে একাডেমিক কাউন্সিলের সভায় একই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এদিকে গত ২৩ জানুয়ারি গুচ্ছের বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সেখানে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলে ভর্তি কার্যক্রমে অংশ না নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পরে সভার সিদ্ধান্ত লিখিত আকারে উপাচার্যকে জানানো হয়।

এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে একই সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ। তবে ইউজিসি ও রাষ্ট্রপতির আদেশে ফের গুচ্ছে অংশ নেয় ইবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে