রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
ভোগ্যপণ্য সিন্ডিকেট

প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীর

চট্টগ্রাম অফিস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ বাণিজ্য প্রতিমন্ত্রীর

ভোগ্যপণ্যের কারসাজি নিয়ে তৎপর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, কিছু অসাধু ব্যবসায়ী থাকবেনই যারা ব্যক্তি স্বার্থে কাজ করেন, যারা মানুষের দুঃখ দুর্দশাকে পুঁজি করে ব্যবসা করতে চান, আমরা সেই সব মুখোশধারীর বিরুদ্ধে শক্ত অবস্থান ঘোষণা করছি।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা হাসনি ওয়েল মিলসংলগ্ন ৩০নং ওয়ার্ড এলাকায় টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, 'প্রশাসনকে আমি অনুরোধ করব, কোনোভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে কোনো ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট কোনোভাবে যেন কারসাজি করার সুযোগ না পান। সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।'

আহসানুল ইসলাম টিটু বলেন, 'জনগণকে একটা বিষয়ে আশ্বস্ত করতে চাই, প্রধানমন্ত্রী জানুয়ারির ৭ তারিখের দ্বাদশ জাতীয়

সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর ১১ তারিখ মন্ত্রিপরিষদ গঠন করেছেন এবং প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমাদের নির্দেশ দিয়েছেন দ্রব্যমূল্য যেন সাধারণ খেটে খাওয়া মানুষের নাগালের মধ্যে থাকে।'

সেই লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে। শুধু খাদ্য সহায়তা নয়, খাদ্য যেন সহজলভ্য হয়, ভোক্তারা যাতে ন্যায্যমূল্যে খাদ্য ক্রয় করতে পারেন- ভোক্তা অধিদপ্তর ডিসি সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে সেই কর্মকান্ড চালাচ্ছে- এ সময় উলেস্নখ করেন তিনি।

অসাধু ব্যবসায়ীরা যেন কোনোভাবে খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বৃদ্ধি না করতে পারে সেজন্য সচেষ্ট আছি উলেস্নখ করে তিনি বলেন, 'আমি ব্যবসায়ীদের অনুরোধ করব, এই রমজান মাসে সবাই একটু উদার হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ান। তাহলে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও দূর হবে।'

এদিকে দ্রব্যমূল্য নিয়ে বিকালে নগরীর খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে করেন বাণিজ্য প্রতিমন্ত্রী। এ বিষয়ে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকে ছৈয়দ সগীর আহমদ বলেন, 'বৈঠকে আমরা ব্যবসায়ীদের দুঃখের কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে