শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা সমাপ্ত

  ০৭ মার্চ ২০২৪, ০০:০০
বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা সমাপ্ত
বাউয়েট ক্যাম্পাসে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা সমাপ্ত

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাউয়েট টিচার্রস পয়েন্টে সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহীনুর আলম বিজয়ী প্রতিযোগীদের মাঝে প্রাইজমানি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের বিভিন্ন প্রজেক্টে কৃত্রিম বৃদ্ধিমত্তা ব্যবহার করায় মুগ্ধ হন। প্রযুক্তি প্রতিযোগিতা মাইন্ডস্টোর্ম-৫.০ আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মো. মনজিনুল মুবীন (অব.), বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, শিক্ষকমন্ডলী এবং কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাউয়েট কম্পিউটার সোসাইটির সভাপতি এবং সিএসই বিভাগের প্রধান প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা ও বিশেষ অতিথি বাউয়েটের ট্রেজারার কর্নেল মোহাম্মদ হামিদুল হক (অব.)। সমাপনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা, জুরাফা ও ফাহিম। প্রতিযোগিতাটির সমন্বয় করেন কম্পিউটার সোসাইটির সহসভাপতি বৃষ্টি রানী রায় এবং রেদওয়ানুল হক রনি।

প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে (প্রোগ্রামিং কনটেস্ট, সফটওয়্যার প্রদর্শনী, হার্ডওয়ার প্রদর্শনী, কেস স্টাডিজ, আইডিয়া কনটেস্ট, ইউআই/ইউএক্স ডিজাইন, কুইজ কনটেস্ট, কম্পিউটার এইডেড ডিজাইন কনটেস্ট এবং গেইমিং কনটেস্ট) বিভিন্ন বিভাগের ৪৫৫ জন প্রতিযোগী অংশ নেন। প্রোগ্রামিং কনটেস্টে চ্যাম্পিয়ন হন ওয়ান লাস্ট টাইম টিমের সিএসই বিভাগের শিক্ষার্থী মো. হাফিজা আহমেদ, মোঃ কাউসার আলী এবং মারজিয়া মাহারিন খান মোমো। হার্ডওয়ার প্রদর্শনী কনটেস্টে চ্যাম্পিয়ন হয় ইলেক্ট্রিফাই টিমের ইইই বিভাগের শিক্ষার্থী মো. আমিমুল আহসান, ইমাম মেহেদি ও মোস্তাকিম বিলস্নাহ, সফটওয়্যার প্রদর্শনী আইসিই বিভাগের মাসুম বিলস্নাহ, তাসনিম তাবাস্‌সুম। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে