রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত

যাযাদি রিপোর্ট
  ১৫ মার্চ ২০২৪, ০০:০০

রাজধানীর গাবতলী বাস টার্মিনালের কাছে বেপরোয়া গতির একটি পিকআপের ধাক্কায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পৌনে ছয়টার দিকে গাবতলী-দ্বীপনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। তবে সকাল সাড়ে আটটার পর সিটি করপোরেশনের কর্মকর্তাদের আশ্বাসে কর্মীরা অবরোধ তুলে নেন। নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম আমেনা বেগম (৪৫)। তার বাড়ি রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায়। কাজের সূত্রে সিটি করপোরেশন নতুন মহলস্নার একটি বাসায় বসবাস করতেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুস সালাম অঞ্চলের সহকারী কমিশনার মফিজুর রহমান জানান, আমেনা বেগম দায়িত্ব পালন করতে ভোরে গাবতলী-দ্বীপনগর মোহাম্মদপুর সড়কের ঢাল বেয়ে ওপরে উঠছিলেন। এ সময় মাটিভর্তি একটি পিকআপ ঢাকা-আরিচা মহাসড়কের দিকে যাচ্ছিল। খানাখন্দে ভরা সড়কে বেপরোয়া গতিতে চলতে থাকা পিকআপটি চালক ফুটপাতের দিকে চালিয়ে দিলে সেটি আমেনাকে ধাক্কা দেয়। এতে বেশ কিছুটা দূরে ছিটকে খাদে আছড়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই আমেনার মৃতু্য হয়।

এদিকে দুর্ঘটনার পরপরই ঢাকা উত্তর সিটির প্রায় দেড় হাজার পরিচ্ছন্নতাকর্মী ঢাকা-আরিচা মহাসড়কে বসে অবরোধ সৃষ্টি করেন। এতে সকাল থেকে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট সৃষ্টি হয়। থেমে যায় যান চলাচল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। তবে আন্দোলনকারী পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ঝুঁকি ভাতা প্রদান করাসহ তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়ার ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থল গাবতলী তিন রাস্তা এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে সকাল সাড়ে আটটার পর সিটি করপোরেশনের কর্মকর্তাদের আশ্বাসে কর্মীরা অবরোধ তুলে নিয়েছেন বলে জানা গেছে। আর সংশ্লিষ্ট পিকআপটি জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে