সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬৬৯ জন

যাযাদি ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০

দেশে এক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর ১৬৬৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক দিনে মশাবাহিত এ রোগটিতে কারও মৃতু্য না হলেও চলতি বছর মারা গেছেন ২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত দুজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ঢাকার হাসপাতালে। এর বাইরে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রাম বিভাগে তিনজন এবং রংপুর বিভাগে একজন রোগী ভর্তি হওয়ার খবর পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃতু্য হয়েছে। আর ফেব্রম্নয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃতু্য হয়েছে তিনজনের। চলতি মার্চের ২৮ দিনে আক্রান্ত হয়েছেন ২৭৫ জন। আর এ মাসে পাঁচজনের মৃতু্য হয়েছে।

বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৭ জন; আর ঢাকার বাইরে এ সংখ্যা ২৪।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে