শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
উপজেলা নির্বাচন

ভোটে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ দেখলেই ব্যবস্থা :কাদের

যাযাদি ডেস্ক
  ০৩ এপ্রিল ২০২৪, ০০:০০
ভোটে মন্ত্রী-এমপিদের হস্তক্ষেপ দেখলেই ব্যবস্থা :কাদের

আসন্ন উপজেলা নির্বাচনে সরকারের মন্ত্রী ও এপিরা কোনো ধরনের 'অবৈধ হস্তক্ষেপ' করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 'এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করলেও দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।'

মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন পরিচালনার কাজে নিয়োজিত প্রশাসনও 'শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে' বলেও তিনি আশা প্রকাশ করছেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মতামতের 'সুস্পষ্ট প্রতিফলন' ঘটবে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোট দিতে পারবেন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, 'নির্বাচনে কোনো প্রকার অবৈধ হস্তক্ষেপ এবং নির্বাচনের নিরপেক্ষতা বিনষ্ট করার কর্মকান্ডে জড়িত না থাকার জন্য মন্ত্রীসহ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় এমপি ও নেতাকর্মীদের প্রতি সাংগঠনিক নির্দেশনা প্রদান করা হচ্ছে।'

তিনি বলেন, 'নির্বাচন বানচালের বহুমুখী ষড়যন্ত্র ছিল। সেই প্রতিবন্ধকতা ডিঙিয়ে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছিল এবং নির্বাচনে সুস্পষ্টভাবে জনমতের প্রতিফলন ঘটেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে