রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি

যাযাদি ডেস্ক
  ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০
জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের দাবি

যোগাযোগ খাতে সরকারের অগ্রাধিকার মেট্রোরেলের এমআরাটি-৫, এমআরটি-৬ এর আওতায় চলমান প্রকল্পটি হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সমাজ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সাভার উপজেলা পরিষদের আমতলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মেট্রোরেল হেমায়েতপুর থেকে নবীনগর অথবা দিয়াবাড়ি থেকে সাভারের রেডিওকলোনি পর্যন্ত বর্ধিত করার দাবি জানানো হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাভার নাগরিক কমিটির সমন্বয়ক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মো. কামরুজামান খান।

তিনি বলেন, মেট্রোরেলের প্রকল্প সাভার পৌর এলাকার শেষ সীমানা পর্যন্ত সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর আবেদন করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে এ ব্যাপারে অবগতপত্র দেওয়া হয়েছে। সেইসঙ্গে রেলমন্ত্রী, সচিব ও মহাপরিচালকে পত্র দিয়ে এবং সরাসরি সব কিছু অবগত করা হয়েছে। সুবিধাবঞ্চিত সাভারবাসী রেলসেবা পাওয়ার আশায় বুক বেঁধেছেন। সরকারের স্মার্ট বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে সাভারের লাখ লাখ মানুষ মেট্রোরেলের সুবিধা প্রত্যাশা করেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে