মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি

যাযাদি রিপোর্ট
  ২৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মন্দিরে হামলাকারীদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচারের দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মন্দিরে যারা আগুন দিয়েছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে তাদের বিরুদ্ধে তদন্তভিত্তিক বিচার করার।

সেইসঙ্গে যারা শ্রমিক হত্যা করেছে, বাংলার মাটিতে তাদেরও বিচার করতে হবে।

শুক্রবার বায়তুল মোকাররম প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করিম বলেন, নওয়াব সলিমুলস্নাহর দেওয়া জমিতে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সে বিশ্ববিদ্যালয়ে পূজা চলে, মঙ্গল শোভাযাত্রা চলে। অথচ ইফতার মাহফিল হতে পারে না, ইস্তিসকার দোয়া হতে পারে না, এসব অন্যায় বাংলার মুসলমানরা মেনে নেবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে