শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার দেশকে 'বিষাক্ত গ্যাস চেম্বারে' পরিণত করেছে :রিজভী

যাযাদি ডেস্ক
  ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০
সরকার দেশকে 'বিষাক্ত গ্যাস চেম্বারে' পরিণত করেছে :রিজভী

আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে গোটা দেশকে 'বিষাক্ত গ্যাস চেম্বারে' পরিণত করেছে মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 'দেশজুড়ে চলা তাপপ্রবাহের এমন সময় বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। সাধারণ মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছে। এ দেশে নাকি অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু এই তাপপ্রবাহে মানুষের জন্য ক্ষমতাসীনরা কী করেছে?'

সোমবার রাজধানীর খিলগাঁও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন- সরকার দেশের মানুষকে 'মৃতু্যর দিকে ঠেলে দিতে চায়'।

জনগণ একটু বুক ভরে শ্বাস নিতে চায় জানিয়ে তিনি বলেন, 'মানুষ নিরাপত্তার মধ্যে থাকতে চায়। বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে চায়। কিন্তু আপনারা তো সেটি দেননি; জনগণের অক্সিজেন কেড়ে নিয়েছেন। তথাকথিত উন্ননের নামে দেশকে একটি গ্যাস চেম্বারে পরিণত করেছে। আজ দেশে বৃক্ষ নেই, নদী ভরাট, খালভরাট সব দখল করেছে। তাহলে বৃষ্টি হবে কেন, তাহলে গাছের পাতা থাকবে কেন, গাছে ফল থাকবে কেন?'

রিজভী বলেন, সমস্ত বিশেষজ্ঞরা বলেছেন- 'কয়লা পুড়িয়ে বিদু্যৎ তৈরি করা যাবে না'। আপনি প্রধানমন্ত্রী কারও কথা শোনেননি। কারণ আপনার লোকদের টাকা চাই। আপনার লোকদের পকেট ভরা চাই। আপনি আপনার লোকদের সুখে-শান্তিতে রাখতে গোটা দেশের মানুষকে মৃতু্যর দিকে ঠেলে দিয়ে কবরস্থানের দিকে ঠেলে দিয়ে, কয়লা পুড়িয়ে বিদু্যৎ উৎপাদনের জন্য বিদু্যৎ কেন্দ্র নির্মাণ করেছেন। তার পরিণতি কি?

তার দাবি, দাবদাহে স্কুলের ছাত্র-শিক্ষকসহ ১৭ জন মারা গেছেন।

গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ পুলিশের সহায়তায় আওয়ামী লীগ ভন্ডুল করেছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভীর। তিনি বলেন, 'যুবলীগ, ছাত্রলীগ যা করছে, পুলিশও তাই করছে। সেভাবেই পুলিশকে গড়ে তুলেছে এই সরকার।'

বিএনপির এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন দলটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক ও রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন। এ ছাড়া বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, স্বনির্ভরবিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, যুবদলের সহসভাপতি জাকির হোসেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার প্রমুখ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে