শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

দাবদাহে স্কুল খোলা রাখায় মামলা করা উচিত : ফারুক

যাযাদি রিপোর্ট
  ০১ মে ২০২৪, ০০:০০
দাবদাহে স্কুল খোলা রাখায় মামলা করা উচিত : ফারুক

তীব্র গরমের মধ্যে স্কুল খোলা রাখার সিদ্ধান্তের ?সমালোচনা করে বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, 'এরকম দাবদাহে কেন স্কুল সরকার খোলা রেখেছে, তার বিরুদ্ধে মামলা করা উচিত। সরকারকে বলব, আপনারা সর্বক্ষেত্রে ব্যর্থ। ব্যর্থতার জন্য আপনারা পদত্যাগ করুন, গরিব মানুষকে বাঁচান।'

মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

এদিকে, তাপপ্রবাহের মধ্যে রাজধানীতে ওয়াটার ক্যানন দিয়ে পানি ছিটাচ্ছে ঢাকা-উত্তর সিটি করপোরেশন। সে প্রসঙ্গ টেনে বিএনপি নেতা ফারুক বলেন, 'ঢাকা-উত্তরের সিটি মেয়র, কয়েক টন পানি ছিটিয়ে আপনি বাংলাদেশের মানুষকে শীতল করতে পারবেন না। বাংলাদেশের ২১ কোটি মানুষ আজ আগুনের মতো জ্বলে উঠেছে আপনাদের অবিচারের কারণে। 'লুট করবেন আপনারা, অবৈধ কাজ করবেন আপনারা, আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের ওপর, এটা হতে পারে না। আলস্নাহ এগুলো সহ্য করবে না।'

'বিএনপি অস্তিত্বের সংকটে পড়েছে' মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জবাবে সাবেক বিরোধী দলের চিফ হুইপ বলেন, 'জনাব ওবায়দুল কাদের সাহেব, তীব্র দাবদাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন, মানুষকে রক্ষা করুন। ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না। আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন, এটা জনগণ মানে না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে