শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সুন্দরবনে লাগা আগুন ছড়িয়েছে ২ কিমি এলাকায়

যাযাদি ডেস্ক
  ০৫ মে ২০২৪, ০০:০০
সুন্দরবনে লাগা আগুন ছড়িয়েছে ২ কিমি এলাকায়

বাগেরহাটের সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়ার ছিলা নামক জায়গায় শনিবার বিকালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তাদের সঙ্গে কাজ করছেন বনবিভাগের কর্মী ও স্থানীয়রা।

গহীন বন হওয়ায় আগুন কত বড় সেটি এখনও নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে ওই এলাকার ইউপি সদস্য জানিয়েছেন, ইতিমধ্যেই আগুন দুই কিলোমিটার এলাকা ছড়িয়েছে। তিনি মোটামুটি বড় আগুন বলেই মনে করছেন।

শনিবার বিকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম বলেন, আগুন লাগার খবর দিয়ে বন কর্মীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছেন। তবে কী কারণে আগুন লেগেছে বা কি পরিমাণ জায়গা আগুনে পুড়ছে সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি এই কর্মকর্তা।

বন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, 'আগুন নিয়ন্ত্রণে এরই মধ্যে বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ বনবিভাগের চারটি ফাঁড়ির বনরক্ষীরা মিলে কাজ করছেন। এ ছাড়া পূর্ব সুন্দরবনের বন কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে আগুন নিয়ন্ত্রণে তদারকির কাজ করছেন।'

শনিবার রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার কোনো খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে