বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪৮ নম্বর পিলারের ওপারের মিয়ানমারের অভ্যন্তরে বেনডুলা বাজারে দেশি পণ্য বিক্রি করে ফেরত আসার সময় প্রতিপক্ষের সোর্স ভেবে রোববার দুপুরে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
নিহত আবুল কালাম (২৮) নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের বামহাতির ছড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে। তার দুটি সন্তান রয়েছে। তাকে হত্যার পর রোববার দুপুর থেকে লাশ ফেরত দেওয়ার কথা বলে ৩ দফায় নিহত আবুল কালামের পরিবারকে সীমান্তের ৪৮ পিলারের কাছাকাছি আরাকান ঘাট নামক স্থান বসিয়ে রাখেন আরাকান আর্মির সদস্যরা।
রাত ১টার দিকে মরদেহ হস্তান্তর করে। বিষয়টি স্বীকার করেন লাশের জন্য অপেক্ষমাণ মৃত আবুল কালামের ভাই।
এদিকে নিহতের স্ত্রী জানান, তার স্বামী রোববার ভোর সাড়ে ৩টায় অন্যদের সঙ্গে নিয়ে সীমান্তে যান। সকালে খবর পান আরাকান আর্মির গুলিতে স্বামী নিহত হয়েছেন।