সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

থানচি ও রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

  ১৪ মে ২০২৪, ০০:০০
থানচি ও রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
থানচি ও রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত পরিদর্শন করেছেন।

বিজিবি মহাপরিচালক সোমবার সকালে বান্দরবান সেক্টরের আওতাধীন বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) পরিদর্শন করেন এবং সব পর্যায়ের বিজিবি সদস্যের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বান্দরবান সেক্টরের অধীন ব্যাটালিয়ন, বিওপি ও ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্য ভিটিসি/ওয়্যারলেস সেটের মাধ্যমে সংযুক্ত ছিলেন। মতবিনিময়কালে বিজিবি মহাপরিচালক সবাইকে অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। পরে বিজিবি মহাপরিচালক বলিপাড়া ব্যাটালিয়নের অধীন বড়সাদারংখিয়াং বিওপির ক্রেসপাইপাড়া স্পটহাইট টিওবি এবং থানচি বিওপি পরিদর্শন করেন।

1

এ দিন দুপুরে বিজিবি মহাপরিচালক রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) ব্যাটালিয়ন সদর এবং অধীন দোপানিছড়া বিওপি পরিদর্শন এবং সব পর্যায়ের বিজিবি সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা), অতিরিক্ত মহাপরিচালক (বিএসবি), বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার, বান্দরবান সেক্টর কমান্ডার এবং বলিপাড়া ও রুমা ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে