শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

যাযাদি রিপোর্ট
  ১৩ জুলাই ২০২৪, ০০:০০
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

পাঁচ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শুক্রবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, চেয়ারপারসন এখনো মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধায়নে সিসিইউ সংবলিত সুবিধায় কেবিনে চিকিৎসাধীন। রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত।

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থরাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। ২২ জুন গভীর রাতে গুলশানের বাসায় 'হঠা অসুস্থ' হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। পরদিনই তার হৃদপিন্ডে পেসমেকার বসানোর সফলভাবে বসানো হয়।

1

দুইদিন সিসিইউতে থাকার পর মেডিকেল বোর্ড সিসিইউর সকল সুবিধা নিয়ে কেবিনে কয়েক দিন থেকে গত ২ জুলাই এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা 'ফিরোজায়' ফেরেন বিএনপি চেয়ারপারসন। ৫ দিন বাসায় থাকার পর গত ৮ জুলাই গভীর রাতে আবারো তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে তিনজন লিভার বিশেষজ্ঞ এনে তার লিভারে অস্ত্রোপচার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে