শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

উন্নয়নশীল অর্থনীতির জন্য নারীর অংশগ্রহণ জরুরি : বিশ্বব্যাংক

যাযাদি ডেস্ক
  ১৩ জুলাই ২০২৪, ০০:০০
উন্নয়নশীল অর্থনীতির জন্য নারীর অংশগ্রহণ জরুরি : বিশ্বব্যাংক

উন্নয়নশীল অর্থনীতির জন্য নারীর অংশগ্রহণের বিষয়ে গুরুত্ব দেওয়া জরুরি। কিছু কিছু কোম্পানিতে নারীর অংশগ্রহণে এখনো বাধা রয়েছে। অনেক কোম্পানি লিঙ্গ অন্তর্ভুক্তিকেও প্রাধান্য দিচ্ছে না। সেই সঙ্গে জলবায়ুর বিষয়গুলোকেও অগ্রাধিকার দিচ্ছে না।

শুক্রবার বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

1

যে কোনো কোম্পানিতে উচ্চতর ম্যানেজমেন্ট এবং বোর্ড পরিচালক পদে নারীরা খুবই দক্ষতার পরিচয় দিচ্ছে। সুতরাং আমাদের অবশ্যই এই দু'টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। জলবায়ু কর্ম এবং লিঙ্গ অন্তর্ভুক্তি- একই মুদ্রার দু'টি দিক হিসেবে কাজ করে। জলবায়ু সংকট মোকাবিলায় শক্তিশালী কর্পোরেট পদক্ষেপগুলোর ক্ষেত্রে নারীর দৃষ্টিভঙ্গি এবং প্রতিভা অন্তর্ভুক্ত করতে হবে।

এর জন্য নানা নেতিবাচক বিষয় আছে। যেমন- জলবায়ু-লিঙ্গ সম্পর্কে জ্ঞান ও প্রশিক্ষণের অভাব, কোম্পানির মধ্যে পরিবেশগত, সামাজিকতার অভাব। সমস্যা সমাধানের জন্য সরঞ্জাম এবং কাঠামোর অভাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে