শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারে বিএনপির উপহার

যাযাদি রিপোর্ট
  ১০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাড্ডায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারে বিএনপির উপহার
সোমবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের কাছে সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ূম ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরবসহ অন্যরা -যাযাদি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার প্রদান কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি। এর অংশ হিসেবে সোমবার বিকালে ভাটারা থানার ক্ষিলবাড়ীটেক এলাকায় নিহত মনির হোসেন, আহাদ, পূরবি ভাটারার বসবাসরত বাহাদুর হোসেন মনির, সোহাগ এবং মাহামুদুল হাসান ঢালী বাড়ি এলাকায় বসবাসরত তাদের প্রত্যকের পরিবারের কাছে সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ূম ও মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নিরব। মহানগরের এই দুই নেতা আন্দোলনে আহতদের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন এবং আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ জি এম শামসুল, সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর চেয়ারম্যান, মাহফুজ চেয়ারম্যান, তুহিরুল ইসলাম তুহিন, আজাহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে