মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে একজনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ৪৭৭ জন

যাযাদি ডেস্ক
  ২৬ অক্টোবর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে একজনের মৃতু্য, হাসপাতালে ভর্তি ৪৭৭ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৭ জন। আর এ সময়ে মশাবাহিত এই রোগে একজনের মৃতু্য হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৫৪ হাজার ৭০২ জন আর প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২২৮ জন, ঢাকা বিভাগে ১১৪ জন, ময়মনসিংহে ১২ জন, চট্টগ্রামে ৩৯ জন, খুলনায় ৩৩ জন, রাজশাহী বিভাগে ১৯ জন, রংপুর বিভাগে ৫ জন, বরিশাল বিভাগে ২৫ জন এবং সিলেট বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন।

গত এক দিনে যিনি মারা গেছেন, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫০ হাজার ৬৪৭ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৭৮৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৮২৭ জন; আর ১৯৫৯ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৩১ হাজার ৫৮৬ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ১১৬ জন।

অক্টোবরের ২৫ দিনে ২৩ হাজার ৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃতু্য হয়েছে ১০৬ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ ভর্তি ও মৃতু্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে