জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৫ মে) তারিখ বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ফলাফল প্রকাশিত হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।ফলাফল ওয়েবসাইট: gstadmisson.ac.bd -এ পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে।
‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাশের, হার ৪৬. ৭৯ শতাংশ।মোট ৬৭ হাজার ৬ শ ২৮ জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৩১ হাজার ৬ শত ৪১ জন।
‘বি' ইউনিটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২,০৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭ হাজার ৬শ ২৮ জন অর্থাৎ ৯৩.৮৫ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা ৪ হাজার ৪ শ ৩৪ জন অর্থাৎ ৬.১৫ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ১১ টি। অকৃতকার্যের সংখ্যা ৩৫ হাজার ৯শ ৭০ জন (শতকরা ৫৩.১৯)।
উল্লেখ্য, গত ২ মে, ২০২৫ (শুক্রবার) ‘বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।