টিনের কড়াই, মাঝে আটা দিয়ে বাঁধ তৈরি করে এক পাশে মাংস রান্না করছেন আর অন্যপাশে রুটি ভাজছেন এক যুবক।
– এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মি. উমেষ নামের একজন এই ভিডিও তার ইন্সটাগ্রামে শেয়ার দিয়েছেন। হ্যাশট্যাগ থেকে সহজেই বোঝা যাচ্ছে, এটি একটি ফানি ভিডিও।
তিনি ক্যাপশনের লিখেছেন, Tawa nhi tha to। অর্থাৎ তাওয়া নেই তো কি হয়েছে, তিনি কড়াইতে একইসঙ্গে মাংস রান্না আর রুটি সেঁকে নেওয়ার কাজ করে নিচ্ছেন।
নেটিজেনদের একজন লিখেছেন, ‘মানুষ যখন একা’। আরেকজন লিখেছেন ‘টেকনোলজি’। কেউ কেউ এই প্রচেষ্টাকে ইফেক্টিভনেস এবং ইফিসিয়েন্সি।
২৫ এপ্রিলে ভিডিওটি শেয়ার হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০০ মিলিয়ন ভিউ হয়েছে। এতে লাইক দিয়েছেন ৫০ লাখের বেশি নেটিজেন। যার ফলে সেই যুবকের লাখ ডলার আয় হল।