সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

যাযাদি রিপোর্ট
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

চলতি আমন মৌসুমে ১০ লাখ টন ধান ও চাল

সংগ্রহের লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। উৎপাদন খরচ বাড়ায় গতবারের চেয়ে কিছুটা বেশি

1

দাম নির্ধারণ করা হয়েছে।

বুধবার সচিবালয়ে ক্যাবিনেট ডিভিশন সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন সভাপতিত্ব করেন। সভায় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সদস্যরা ছিলেন। সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি ও আসন্ন আমন সংগ্রহের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে এসব কথা জানিয়েছেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।

খাদ্যসচিব বলেন, আগামী আমন সংগ্রহ মৌসুমে ৩৩ টাকা কেজি দরে ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান, ৪৭ টাকা কেজি দরে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।

তিনি বলেন, সিদ্ধ চাল ও ধান আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রম্নয়ারি, ২০২৫-এর মধ্যে সংগ্রহ করা হবে। আতপ চাল ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ ২০২৫-এর মধ্যে সংগ্রহ করা হবে।

খাদ্যসচিব বলেন, এটা আমাদের রুটিন মিটিং। প্রতি বছর এই মিটিং হয়। এ বছর আমরা ৩৩ টাকা কেজি দরে ধান, ৪৭ টাকা কেজি দরে সিদ্ধ চাল এবং ৪৬ টাকা কেজি দরে আতপ চাল সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছি। গত বছরের তুলনায় দাম

বেড়েছে। উৎপাদন খরচ এ বছর দুই থেকে

আড়াই টাকা কেজিতে বেড়েছে।

বাজারে বর্তমানে চালের দাম অনেক বেশি, সে প্রেক্ষিতে চাল আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে চাইলে মাসুদুল হাসান বলেন, ১৮ সেপ্টেম্বর আমরা সরকারের কাছ থেকে সিদ্ধান্ত পেয়েছি ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক

টন জি টু জি ভিত্তিতে এবং ২ লাখ মেট্রিক টন উন্মুক্ত দরপত্রের ভিত্তিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে