সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৮ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

রেজওয়ানা চৌধুরী বন্যার

প্রতিষ্ঠানের জমির

বরাদ্দ বাতিল

ম যাযাদি ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরে খালের ওপর শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার প্রতিষ্ঠান 'সুরের ধারার' জমির বরাদ্দ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয়ের খাস জমি-১ অধিশাখার উপসচিব মো. আমিনুর রহমানের সই করা এক চিঠিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, 'সুরের ধারার চেয়ারম্যান ও অধ্যক্ষ রেজওয়ানা চৌধুরী বন্যাকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া ঢাকার মোহাম্মদপুর থানাধীন রামচন্দ্রপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সিএস ও এসএ-৬৯২, আরএস-১৮৯৫ এবং সিটি-১১৬৬৭ নম্বর দাগের ০.১৭০০ একর ও ১১৪১২ নম্বর দাগের ০.৩৪২০ একর মোট ০.৫১২০ (শূন্য দশমিক পাঁচ এক দুই শূন্য) একর জমি সিএস হতে আরএস রেকর্ডে 'খাল' শ্রেণি থাকায় উক্ত বন্দোবস্ত বাতিল করা হলো।'

বিগত সরকারের আমলে রেজওয়ানা চৌধুরী বন্যার 'সুরের ধারা' প্রতিষ্ঠানটির জন্য মোহাম্মদপুরের রামচন্দ্রপুর বেড়িবাঁধ সংলগ্ন জায়গাটি বরাদ্দ দেওয়া হয়।

চীন সফরে গেলেন

বিএনপির ৪ নেতা

ম যাযাদি ডেস্ক

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গেছে বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধিদল। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বৃহস্পতিবার এ তথ্য জানান।

রিপন তার ফেসবুক পোস্টে জানান, 'আলহামদুলিলস্নাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমু্যনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিকাল পার্টিজ পস্নাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপি প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।'

তিনি আরও লিখেন, 'তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমু্যনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানীত করায় চীনা কমু্যনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।'

পাগলা মহিষের

গুঁতায় মগবাজারে নারীর মৃতু্য

ম যাযাদি ডেস্ক

ঢাকার মগবাজারে মহিষের গুঁতায় একজন নারীর মৃতু্য হয়েছে। সেইসঙ্গে আহত হয়েছেন আরও আট থেকে ১০ জন, যাদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। বুধবার

সন্ধ্যায় মগবাজারের আমতলা চলিস্নশগ্রাম

এলাকায় এ ঘটনা ঘটে।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রূপন চৌধুরী বলেছেন, সন্ধ্যায় নিহত নারী চলিস্নশগ্রাম এলাকার কলোনিতে নিজ বাসাতেই অবস্থান করছিলেন। সে সময় হঠাৎ একটি পাগলাটে মহিষ কলোনিতে ঢুকে পড়ে সেখানকার মানুষজনকে তাড়া করে।

মহিষের তাড়া থেকে নিজের দুই সন্তানকে রক্ষা করতে গিয়ে মহিষের শিংয়ের আঘাতে গুরুতর আহন হন ওই নারী।

পরে হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃতু্যবরণ করেন। রূপন চৌধুরী জানিয়েছেন, স্থানীয় মাংস ব্যবসায়ী জবাইয়ের উদ্দেশে মহিষটিকে গাবতলী হাট থেকে কিনে এনেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে