বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

যাযাদি ডেস্ক
  ০৯ নভেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

এক মোটর সাইকেলে

তিন আরোহী, প্রাণ

1

গেল ২ জনের

ম যাযাদি ডেস্ক

মানিকগঞ্জে পিকআপ-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে একজন। শুক্রবার বেলা সাড়ে ১১টায় জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ইতরা গ্রামের নুর হোসেনের ছেলে মো. বাঁধন (১৮) এবং সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের মৃত পাংকু মিয়ার ছেলে রাতুল হোসেন (২৫)। গুরুতর আহত হয়েছে ইতরা গ্রামের রকেট মিয়ার ছেলে লাদেন হোসেন (১৭)।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী আলামিন খান জাগো নিউজকে জানান, মোটর সাইকেল এবং পিকআপ দুটি অতিরিক্ত গতিতে আসছিল। মোটর সাইকেল চালকসহ তিনজন ছিলেন। দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই মারা যান চালক বাঁধন। এসময় পিকআপ চালক পালিয়ে যায়। পরে গাড়িটি আটক করেন গ্রামবাসী।

ওসি জাহিদুল ইসলাম বলেন, বাকি দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজন চিকিৎসাধীন। তার অবস্থা সংকটাপন্ন।

জেনেভা ক্যাম্প থেকে

'বোমা আরমান' গ্রেপ্তার

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের রাজ ওরফে কালো হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছের্ যাব-২।

শুক্রবারর্ যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রম্নপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় মো. আরমান ওরফে বোমা আরমান গ্রম্নপের ছোড়া বোমায় রাস্তায় রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এএসপি শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতের্ যাব-২ এর একটি দল মো. আরমান ওরফে বোমা আরমানকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেপ্তার করে।

অটোরিকশার ধাক্কায়

ফল বিক্রেতার মৃতু্য

ম যাযাদি রিপোর্ট

রাজধানীর ডেমরা বামৈল এলাকায় অটোরিকশার ধাক্কায় মো. ইউসুফ হাওলাদার (৬৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফল বিক্রেতার মেয়ে নিপা আক্তার বলেন, রাতে তার বাবা রাস্তার পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন। সেখানে দ্রম্নতগতির একটি আটোরিকশা তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসব তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ইউসুফ হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার বাউফলের লক্ষ্ণীপাশা গ্রামে। তিনি কোনাপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে