রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নতুন পরিচালক নিযুক্ত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। ৭ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমানকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি ৬ নভেম্বর সেখানে পরিচালক পদে যোগদান করেছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান নিযুক্ত হওয়ার খবরে তিনি ৭ নভেম্বর রাতে রংপুর ছাড়েন। এর আগে ডা. জাফরুল হোসেন এক মাসের জন্য পরিচালক ছিলেন।
অভিযোগ রয়েছে, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল বর্তমানে দালাল সিন্ডিকেট, অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বিভাগীয় প্রধানদের অনুপস্থিতির অভিযোগ রয়েছে নগরবাসীর। হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্নভাবে রোগী ও তার স্বজনদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এসব পরিবর্তনে হাত দিতে গিয়ে ডা. শরিফুল ইসলাম নামে এক পরিচালক হাসপাতাল ছাড়া হয়েছেন।
রাজনৈতিক পটপরিবর্তনের পর ১০ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। সেসময় সেখানকার চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা একযোগে হাসপাতালে পরিচালক পদে সেনা সদস্যকে নিয়োগ দেওয়ার দাবি তোলেন। এর পাশাপাশি ভুল রক্তের গ্রম্নপে রোগীর মৃতু্যর বিষয়টিতেও অভিযোগ করে রোগীর স্বজনেরা। এসব অভিযোগ ও দাবির পরিপ্রেক্ষিতে হাসপাতালটির তৎকালীন পরিচালক মোহাম্মদ ইউনুস আলীসহ ৪ কর্মকর্তাকে ১২ আগস্ট ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়েছিল।