সাসটেইন্যাবল ফার্মিং প্রগ্রাম আর্ন্তাজিক ধান গবেষনা ইন্সিটিউট ইরি এর উদ্যোগে বুধবার বিকেলে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে উপক’লীয় অঞ্চলে ফসলের নিবিড়তা এবং বৈচিত্র্যকরণ ,রবি ফসল হিসেবে চীনাবাদামের কার্যকারিতা নিয়ে বাদাম চাষীদের অংশ গ্রহনে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী কৃষি কর্মকর্তা মো: রাসেল , ইরি এর এগ্রোনোমিস্ট মো: শরীফ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে ঊক্তব্য রাখেন সিমিট এর ডেভেলপমেন্ট কো- অর্ডিনেটর বরিশাল অঞ্চল মো: শহিদুল ইসলঅম, সিমিট আমতলী এর প্রগ্রাম ম্যানেজার হিরা লাল, বরিশাল কৃষি ইন্নয়ন কর্ম কর্তা আতিকুজ্জামান ইরি এর কৃষি গবেষনা ও উন্নয়ন কর্ম কর্তা মানিক দেবনাথ ,ইরি এর রিসার্স টেকনেশিয়ান মো: রবিউল ইসলাম , আমতলী প্রেসক্লাবের সভাপতি মো: রেজাউল করিম প্রমুখ।