রোববার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

মৎস্যজীবী ও মৎস্য খাত চরম বৈষম্যের শিকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

সংবাদ বিজ্ঞপ্তি
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
মৎস্যজীবী ও মৎস্য খাত চরম বৈষম্যের শিকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মৎস্যজীবী ও মৎস্য খাত চরম বৈষম্যের শিকার -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্যজীবী ও মৎস্য খাতে চরম বৈষম্য রয়েছে উলেস্নখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্‌ ফরিদা আখতার বলেছেন, জুলাই ও আগস্টে ছাত্র-জনতা-শ্রমিকদের রক্তক্ষয়ী বৈষম্যবিরোধী আন্দোলনের ফলে নতুনভাবে স্বাধীনতা এলেও মৎস্যজীবী ও মৎস্য খাতে যে বৈষম্য রয়েছে তা দূর করতে সরকার সর্বোচ্চভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার দুপুরে সিরডাপ মিলনায়তনে 'ঈযধষষবহমবং ধহফ ঋড়ৎধিৎফ' জরমযঃং ড়ভ ঝসধষষ-ঝপধষব ঋরংযরহম ঈড়সসঁহরঃরবং : ঞযব ঈড়হঃবীঃ ড়ভ ইধহমষধফবংয-বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

1

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, 'যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে তারাই প্রকৃত মৎস্যজীবী। এক্ষেত্রে কোনোভাবেই ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত হতে পারবে না। নারী মৎস্যজীবীদের স্বীকৃতিকে বড় ধরনের সমর্থন জানাতে হবে। তাদের সঙ্গে অন্য মৎস্যজীবীদের পার্থক্য করা যাবে না। সুযোগ-সুবিধা দিতে পারলে মৎস্যজীবীরা আর গরিব থাকবে না।'

উপদেষ্টা বলেন, 'আমরা যদি মেরিন ফিশারিজকে সত্যিকার অর্থেই ব্যবহার করতে পারি বাংলাদেশ আর গরিব থাকবে না। আমরা জানি না সত্যিকারে কত প্রজাতির মৎস্য সম্পদ আছে, তাদের মজুদ কেমন। সরকার নিজস্ব ভেসেল এনে এ বিষয়ে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।'

এজন্য দেশের স্বার্থে স্বনামধন্য বিজ্ঞানীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ইলিশ মাছ আলস্নাহর দান উলেস্নখ করে উপদেষ্টা বলেন, 'নোনাপানি থেকে স্বাদুপানিতে আসা এবং ফেরত যাওয়ার মতো মাইগ্রেটরি রুট ঠিক করতে পারলে ইলিশের উৎপাদন বহুলাংশে বৃদ্ধি পাবে। ইলিশ আমাদের আরও বড় সম্পদে পরিণত হবে। অতীতের সরকার ভারতের কাছে নতজানু থাকার ফলে বাংলাদেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধকালীন সে দেশের জেলেরা আমাদের সমুদ্রসীমায় ঢুকে ইলিশ ধরে নিয়ে যেত। এ সমস্যা লাঘবে সরকার কাজ করে যাচ্ছে।'

কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোস্ট ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক সনৎ কুমার ভৌমিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের পরিচালক অদ্বৈত চন্দ্র দাস, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোলস্না এমদাদুল্যাহ প্রমুখ। এক্সপার্ট গেস্ট হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক (অব) ড. আব্দুল ওয়াহাব। সেমিনারে বিভিন্ন স্টেকহোল্ডার ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে