বাংলাদেশে জলবায়ু পরিবর্তন জনিত অভিযোজন ও প্রশমন কার্যক্রমের স্থায়িত্বশীল উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিপদাপন্ন কমিউনিটির জলবায়ু সহনশীল হওয়ার সক্ষমতা শক্তিশালী করনসহ এলাকাভিত্তিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা সমাধানের লক্ষ্যে তাদের চাহিদা অন্তর্ভুক্ত করার জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার (১৮ মে) সিসিডিবির উপজেলা কার্যালয়ে সিসিআরসির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, বিশেষ অতিথি ছিলেন, পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও গবেষক শফিকুল ইসলাম খোকন , ইউপি সদস্য শাহ আলম, সমাজসেবক মেহেদী শিকদার। কর্মশালা পরিচালনা করেন সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী।
কর্মশালায় বরগুনার পাথরঘাটায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিকর দিক তুলে ধরা হয় এবং জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরিতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।