বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

সংবাদ বিজ্ঞপ্তি
  ১০ নভেম্বর ২০২৪, ০০:০০
এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি নেটওয়ার্কের নতুন সদস্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্বের ১৪টি দেশের ৩৭টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয়, যেখানে বাংলাদেশের হয়ে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিনিধিত্ব করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর জন্য এবং এশিয়া অ্যালাইন্স ইউনিভার্সিটি (এএইউ) প্রতিষ্ঠা সৃষ্টির লক্ষ্যে কাজ করার জন্য একমত হয়েছে।

৩১ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুসানে ডংসিও ইউনিভার্সিটিতে ২২তম এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামের (এইউপিএফ) আন্তর্জাতিক সম্মেলন চলাকালে এই চুক্তি স্বাক্ষর হয়। ডিআইইউ'র প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান ঐতিহাসিক এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

1

ড. মো. সবুর খান এই চুক্তির ব্যাপারে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সামনে নিজের মতামত তুলে ধরেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। কীভাবে এই চুক্তির সফল প্রয়োগের মাধ্যমে নিজ নিজ ক্ষেত্র থেকে শিক্ষা পরিবেশের যুগোপযোগী পরিবর্তন আনা সম্ভব হবে, সে বিষয়েও আলোচনা করেন।

এশিয়া অ্যালায়েন্স ইউনিভার্সিটি (এএইউ) এশিয়া ও এর বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীকেন্দ্রিক একটি সহযোগী নেটওয়ার্ক, যা শিক্ষার্থীদের জন্য আন্ত-প্রতিষ্ঠানমূলক শিক্ষার সুযোগ প্রদান করতে প্রতিশ্রম্নতিবদ্ধ। শিক্ষার্থীরা এএইউ নেটওয়ার্কের যে কোনো প্রতিষ্ঠানে ট্রান্সফার বা এক্সচেঞ্জ শিক্ষার্থী হিসেবে তাদের শিক্ষা অব্যাহত রাখতে পারবেন এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষাজীবন সমৃদ্ধ করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে