বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

হামদর্দের সহযোগিতায় বাংলামোটরে ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
হামদর্দের সহযোগিতায় বাংলামোটরে ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন
হামদর্দের সহযোগিতায় বাংলামোটরে ট্রাফিক পুলিশ বুথ উদ্বোধন

স্বাস্থ্য ও শিক্ষাসেবার অগ্রদূত হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্‌ফ) বাংলাদেশ এবং দৈনিক দেশ রূপান্তরের সহযোগিতায় রাজধানীর বাংলামোটরে চালু হলো ট্রাফিক পুলিশ বুথ। ২১ নভেম্বর, দুপুরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী, হামদর্দ বাংলাদেশের পরিচালক বিপণন হাকীম সাইফউদ্দিন মুরাদ, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, উপ-পরিচালক বিপণন ডা. আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক ক্রয় জাফর সাদেকসহ অনেকে।

এ সময় হামদর্দ কর্মকর্তারা বলেন, 'ওয়াক্‌ফ প্রতিষ্ঠান হিসেবে হামদর্দ সবসময়ই মানুষের যে কোনো প্রয়োজনে পাশে দাঁড়ায়। স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবার মানসিকতা নিয়ে বর্তমানে প্রতিষ্ঠানের হাজার হাজার কর্মী নিরন্তর কাজ করে যাচ্ছে।'

1

জনকল্যাণে ট্রাফিক পুলিশ যে কোনো উদ্যোগ গ্রহণ করলে, সেসব কর্মকান্ডেও হামদর্দ সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান কর্মকর্তারা।

ট্রাফিক পুলিশের বুথ উদ্বোধনী অনুষ্ঠান চলাকালে নগরবাসী ও পথচারীদের তৃষ্ণা নিবারণে আপ্যায়ন করানো হয় শত বছরের ঐতিহ্যবাহী সবার প্রিয় শরবত রুহ্‌ আফজা। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে