বাংলাদেশ সশস্ত্রবাহিনী বিভাগ, বাংলাদেশ পিস সাপোর্ট অপারেশন ট্রেইনিং (বিপসট) এবং জেনেভা সেন্টার ফর সিকিউরিটি সেক্টর গভর্নেন্সের যৌথ ব্যবস্থাপনায় জেন্ডার বায়াসের ওপর ট্রেনিং ওয়ার্কশপ বুধবার ঢাকার হোটেল রেডিসন বস্নুতে অনুষ্ঠিত হয়েছে। সশস্ত্রবাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কর্মশালাটিতে সশস্ত্র বাহিনীর ৩০ কর্মকর্তা যোগ দেন।
বাংলাদেশ সামরিক বাহিনী শান্তিরক্ষী মিশনের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে শান্তিরক্ষী হিসেবে নারীদের নিয়োগ করে নারীর ক্ষমতায়নে নতুন মাত্রা যোগ করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নারী সদস্যদের অংশগ্রহণের সুযোগ আরও বৃদ্ধি করা এবং প্রতিবন্ধকতা নিরসনকল্পে ইউএন ওম্যান ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী একযোগে কাজ করে যাচ্ছে।
কর্মশালাটি আয়োজনের উদ্দেশ্য হলো বাংলাদেশ সশস্ত্র বাহিনীগুলোতে জেন্ডার বায়াস সম্পর্কে ধারণা বৃদ্ধি করা। এর ফলে বাহিনীগুলো জেন্ডার সমতা বজায় রাখার ক্ষেত্রে অধিকতর ভূমিকা পালন করতে পারবে। আইএসপিআর