রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ডেঙ্গুতে একদিনে দু'জনের মৃতু্য, ভর্তি ১৬৫ রোগী

যাযাদি ডেস্ক
  ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:০০
ডেঙ্গুতে একদিনে দু'জনের মৃতু্য, ভর্তি ১৬৫ রোগী

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত দুইজনের মৃতু্য হয়েছে; একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ১৬৫ জন। তাতে মশাবাহিত এ রোগে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৯৪ জনে। তাদের মধ্যে ৫৬৩ জনের মৃতু্য হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত দুজনের মধ্যে একজন বরিশাল বিভাগের হাসপাতালে এবং একজন ঢাকা বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৯ জন, ঢাকা বিভাগে ২৭ জন, ময়মনসিংহে ৭ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ২২ জন, রাজশাহীতে ৩ জন, রংপুরে একজন এবং বরিশাল বিভাগে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৬৮ জন; আর ৬৯৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে