রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৮

যাযাদি রিপোর্ট
  ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সালমান-আনিসুলসহ নতুন মামলায় গ্রেপ্তার ৮

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর পৃথক থানার চার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ আটজনকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের করা পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুলস্নাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খান।

এসব মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তারা। সেসব আবেদন শুনানির জন্য এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকায় জিসান হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুলস্নাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নিউমার্কেট থানা এলাকায় শিক্ষার্থী মুহাম্মদ শামীম হত্যাচেষ্টা মামলায় জুনাইদ আহমেদ পলককে, মোহাম্মদপুর থানা এলাকায় শাহরিয়ার হোসেন রোকন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাদেক খান ও মোহাম্মদপুর থানার আরেক মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক এমপি পোটনের ৩ দিনের রিমান্ড

এদিকে, বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আশরাফ খান পোটনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মামলায় তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের উপ-পরিদর্শক ফেরদৌস জামান। সেই রিমান্ড শুনানির জন্য তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর কেরানীগঞ্জ থেকে পোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।

জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মহাসমাবেশ ডাকে। এই মহাসমাবেশকে পন্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় বিএনপির ঢাকার মহাসমাবেশে হামলা চালানো হয়। এতে অনেক বিএনপির নেতা কর্মী আহত হন। যুবদল নেতা শামীম মারা যায়। এ ঘটনায় গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে