এই শুষ্ক মৌসুমে রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকার বায়ুমান মাঝে মাঝে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। পরিবেশ অধিদপ্তরের সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিদপ্তরের ওয়েবসাইটে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তথ্য নিয়মিত প্রকাশ করা হচ্ছে। উলেস্নখ্য, একিউআই প্রতি ঘণ্টায় পরিবর্তিত হয়। এ প্রেক্ষাপটে প্রদর্শিত একিউআই ২৫০ অতিক্রম করলে জনসাধারণকে নিম্নরূপ পরামর্শ প্রদান করা হলো- বাড়ির বাইরে যাওয়ার সময় অবশ্যই মাস্ক পরিধান করা এবং অতি প্রয়োজন ছাড়া সংবেদনশীল ব্যক্তিদের (অসুস্থ, বৃদ্ধ, শিশু) বাইরে না যাওয়া সংবাদ বিজ্ঞপ্তি