বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতাকর্মীরা চাঁদাবাজি, করে না। তারা সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষের্ যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেইসাথে বাংলাদেশে সুস্থ্য সাংস্কৃতিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, বাংলাদেশের সুস্থ্য সংস্কৃতি বিগত ফ্যাসিবাদী সরকার ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। আজকে ২০২৪ সালে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি তার জন্যে বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে। বিএনপিরই সবচেয়ে বেশি নেতাকর্মী গুম হয়ে গেছে। ২ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে শুধু গণতান্ত্রিক সংগ্রাম করার জন্য।
তিনি বলেন, আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, নতুন করে গড়ে তোলবার জন্য নিজে কাজ করছেন; সেই বাংলাদেশকে গড়ে তোলবার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি। শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে জাসাসের নেতা-কর্মীরা।
প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান জাসাসের প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস।
র্
যালি ও সমাবেশ চট্টগ্রাম মহানগর জাসাস এর আহ্বায়ক লায়ন এম এ মুছা বাবলু সভাপতিত্বে ও মহানগর জাসাস এর সদস্য সচিব মামুনুর রশিদ শিপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসাসের সদস্য আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা নিয়াজ মোহাম্মদ খান, আখতার খান,মাহবুব রানা,শাহ আলম,কেন্দ্রীয় জাসাস নেত্রী নাজমা সাঈদ,চট্টগ্রাম মহানগর জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক দোস্ত মোহাম্মদ,গোলাম মাহমুদ লিটন,সংগীত পরিচালক খন্দকার সাইফুল ইসলাম,মহিউদ্দিন মহিন,কন্ঠ শিল্পী নজরুল ইসলাম তুহিন, লায়ন আব্দুল মান্নান ভূঁইয়া, আবুল কালাম, মিনাজ উদ্দিন সানি,মহিউদ্দিন জুয়েল, কণ্ঠশিল্পী খায়রুল বারী আইরিশ,কণ্ঠশিল্পী নাহিদা আক্তার,কণ্ঠশিল্পী সুফিয়া বেগম সুমি,নিগার সুলতানা,আমিনুল ইসলাম রিপন, আব্দুল আউয়াল, আশরাফ হোসেন মুক্তার,সদরঘাট থানা জাসাসের সভাপতি কণ্ঠশিল্পী সুমন চৌধুরী,সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,পাহাড়তলী থানা জাসাস সভাপতি শওকত আকবর,সাধারণ সম্পাদক রাসেল মুস্তাফিজ,আব্দুল মালেক,এম আর তারেক,হাফিজুর রহমান, জুমাইল আমিন রুবেল, কণ্ঠশিল্পী সেলিমসহ প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নগরের এমএ আজিজ স্টেডিয়াম চত্বর থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালীতে জাসাসসহ বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।র্ যালিটি কাজির দেউরীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের নাসিমন ভবন এর সামনে এসে শেষ হয়।