রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন ড. ইউনূস’

যাযাদি ডেস্ক
  ২৫ মে ২০২৫, ০০:০৫
‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাই বলেছেন ড. ইউনূস’
ছবি : যায়যায়দিন

অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের ১০ মাসের মাথা এসে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন উঠেছে।

এই ইস্যু বর্তমানের টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে।

1

এই পরিস্থিতিতে তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের কথাই আবার তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৪ মে) রাত সোয়া ১০টার দিকে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন প্রেস সচিব।

এর আগে দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূস বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে টানা পৃথক বৈঠক হয়।

বৈঠকে বিদ্যমান পরিস্থিতি, নির্বাচন ও সংস্কার ছাড়াও নিজ নিজ দলের অবস্থান ও দাবির বিষয়ে তুলে ধরার কথা বলেছেন দলগুলোর নেতারা।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রেস সচিব বলেন, আজকের বৈঠকে বিএনপি আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছেন। তবে বৈঠকে ড. মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের জুনের মধ্যে হবে।

তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের বিষয়ে এনসিপি ও জামায়াত দ্বিমত পোষণ করেনি।

জামায়াতে ইসলাম মনে করছে, চলমান সংস্কার প্রক্রিয়া আগামী ডিসেম্বর পর্যন্ত লেগে যাবে, তাই তারা ড. মোহাম্মদ ইউনূসের টাইমলাইনকে সমর্থন জানিয়েছে। তারা বলেছে যে, এতে তাদের সমর্থন আছে।

শফিকুল আলম বলেন, প্রতিটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছে। তারা অনুরোধ করেছে— নির্বাচন শেষ না করে তিনি যেন পদত্যাগ না করেন।

তিনি বলেন, খুবই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন চেয়েছে। শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিল চেয়েছে। প্রধান উপদেষ্টা এ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।

সব রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ আছে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের বিষয়ে বিএনপি প্রস্তাব দিয়েছে। তবে সরকার কিছু বলেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে