রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের 'ভাইরাল নেত্রী'

চট্টগ্রাম বু্যরো
  ২৮ ডিসেম্বর ২০২৪, ০০:০০
পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন আওয়ামী লীগের 'ভাইরাল নেত্রী'

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকা থেকে আওয়ামী লীগের 'ভাইরাল নেত্রী' কক্সবাজারের কাবেরীকে আটক করেছে পুলিশ। পুলিশের অভিযানের খবর পেয়ে তিনি পানির ট্যাংকের ভেতরেই লুকিয়ে ছিলেন।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে নগরের দেবপাহাড় এলাকার একটি ভবনের ছাদে রাখা গাজী ট্যাংকের ভেতর থেকে তাকে বের করে আনা হয়।

1

পুলিশ জানায়, গোপন সূত্রে কাবেরীর অবস্থান নিশ্চিত হয়ে দেবপাহাড়ের একটি ভবনে অভিযান চালানো হয়। পুলিশের অভিযানের খবর পেয়ে কাবেরী ওই ভবনের ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। পুলিশ পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করে আনে।

সাবেক রাষ্ট্রদূত এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের মেয়ে নাজনীন সরওয়ার কাবেরী সর্বশেষ কক্সবাজার-৩ আসন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছিলেন। তিনি কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং রামু উপজেলার সাবেক চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের আপন বোন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিষয়ে ভিডিও আপলোড করতেন কাবেরী। আলোচিত-সমালোচিত এই নেত্রী ফেসবুকে ভাইরাল ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে আমরা হেফাজতে নিয়েছি। তাকে কক্সবাজার জেলা পুলিশের নিকট হস্তান্তর করা হবে। সেখানে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে