রাজধানীর দারুস সালাম এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ দুই পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সিদ্দিকুর রহমান (৩৫) ও মো. মনির হোসেন (৪০)।
শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দারুস সালাম টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও একটি পস্নাস্টিকের বাটযুক্ত চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিশেষ করে গাবতলী থেকে বেড়িবাঁধ বড়বাজার রোড এলাকায় ছিনতাই করে থাকে। তারা দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে পথচারীদের কাছে থাকা ব্যাগ, মোবাইল ফোন, বিশেষ করে নারী পথচারীদের ভ্যানিটি ব্যাগসহ অন্যান্য মূল্যবান মালামাল ছিনতাই করে থাকে। অনেক সময় মহাসড়কে ট্রাফিক সিগন্যালে জ্যামের সৃষ্টি হলে গ্রেপ্তাররা সিএনজির রেক্সিন কভার চাকু, ছুরি দিয়ে কেটে ভেতরে থাকা যাত্রীদের তাৎক্ষণিক ভয়ভীতি দেখিয়ে মালামাল ছিনিয়ে নিয়ে দ্রম্নত পালিয়ে যায়।