বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কোনো কোনো দলের লোক ভোটের জন্য পাগল হয়ে গেছে মিয়া গোলাম পরওয়ার

ময়মনসিংহ বু্যরো
  ০৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
কোনো কোনো দলের লোক ভোটের জন্য পাগল হয়ে গেছে মিয়া গোলাম পরওয়ার

কোনো কোনো দলের লোক ভোটের জন্য পাগল হয়ে গেছে বলে মন্তব্য করে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিগত ১৮ বছর দেশে বর্বর শাসন ছিল। গণতন্ত্র ছিল না, রাজনীতি-অর্থনীতি সব ধ্বংস করে দিয়ে ভোটের অধিকার হত্যা করা হয়েছে। সারাজীবন ক্ষমতায় থাকতে, ফ্যাসিস্ট শাসন কায়েম করতে তত্ত্ব্বাবধায়ক সরকার বাতিল করেছিল শেখ হাসিনা।

শনিবার সকালে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর. কে সরকারী মডেল উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

মিয়া গোলাম পরওয়ার বলেন, 'ফ্যাসিস্ট হাসিনা জুলাই অভু্যত্থানের পর পাল্টা কু্য করার চেষ্টা করলেন। আপনি জুডিশিয়াল কু্য করে বিচারপতিদের দিয়ে অর্ন্তবর্তী সরকার বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কান্ড, সচিবালয় ঘেরাও আগুন ধরিয়েছেন। এ দাবি সেই দাবি দিয়ে হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সব ধর্মের ভাইদেরকে উসকে দিয়ে অরাজকতার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা করছেন। পাঁচ মাস যেতে পারেনি একটা সরকার, নির্বাচন নিয়ে কাজ করবে, জনগণকে নিয়ে চলবে, নাকি দিলিস্নতে বসে হাসিনার ষড়যন্ত্র মোকাবেলা করবে। আজকে সেই অস্থিরতা আর অরাজকতার মধ্যদিয়ে দেশের মানুষ জাতীয় ঐক্যের সেই চ্যালেঞ্জ গ্রহন করেছে। আমাদের সন্তানরা যে রক্ত দিয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে।'

তিনি বলেন, 'কিছু দলের লোকজনের যেন আর সহ্য হচ্ছে না, এখনই নির্বাচন চায়, ভোটের জন্য পাগল হয়ে গেছে। কেন একটু ধৈর্য্য ধরেন, কিছু সংস্কার হোক। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে জাতীর সামনে মহাদুর্যোগ নেমে আসবে। বিচার না করে নির্বাচন করলে আবার কালো যুগ ফিরে আসবে। নির্বাচনে ভোট দিতে পারবেন না। নির্বাচনের আগেই বিচার ত্বরান্বিত করতে হবে।'

'আমরা ১৭ বছর একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। ধর্মীয় অধিকার ছিল না। আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, ক্ষুধার্ত মানুষের খাবার নেই, নিরন্ন মানুষের আহাজারি এবং অন্নহীন বস্ত্রহীন মানুষের কান্নায় এই বাংলার আকাশ বাতাস ভারী হয়েছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রে কথা বলে উনারা ক্ষমতায় আসলেন কিন্তু ক্ষমতায় এসে তিনি গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ এ তিনটা নির্বাচন হয়েছে। পনেরোটি বছর পার হয়েছে আমরা ভোট দিতে পারিনি। আওয়ামী কর্তৃত্ববাদী শাসক দিনের ভোট রাতে কেটেছে, ডামি ভোট দিয়েছে। ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দেয়ার জন্য রওনা দিয়েছে সকালে। রাস্তায় গাড়ি আটকিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ আর পুলিশ লীগ ভোট কেন্দ্র যেতে দেয়নি। এরা বলেছে ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। জোর করে যদি কেউ ভোট কেন্দ্রে গিয়েছে তাহলে মেরে আহত করে দিয়েছে। প্রিজাইডিং অফিসার বলেছে ব্যালট পেপার শেষ হয়ে গিয়েছে বাড়ি চলে যান। বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালোযুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে