বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  ০৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় স্থাপন বিষয়ে বিওটির সদস্যরা জানান, উচ্চশিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে তারা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পেলে উচ্চচশিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

'স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) তার ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছে। আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী আয়োজনের উদ্বোধন করেন এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এ সময় বর্ণাঢ্যর্ যালির আয়োজন করা হয়।র্ যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে শেষ হয়।

1

আলোচনাসভায় সভাপতির বক্তৃতায় এইউবি উপাচার্য এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান বলেন, 'স্বল্প খরচে মানসম্মত উচ্চ শিক্ষা' এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। উন্নত জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তৃতায় এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়। গত ২৮ বছরে আমাদের পাশে থাকা সকলের প্রতি আমি কৃতজ্ঞ।

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মুহাম্মাদ জাফার সাদেক বলেন, সারাবিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা র্কাযক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্বর্ যাঙ্কিং এ স্থান করে নেয়ার সর্বাত্বক প্রস্তুতি গ্রহণ করেছি।

কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. নূরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষা ব্যয়ের ওপর ২৫% ছাড়ের ব্যবস্থা করেছি এবং মেধাবীদের জন্য শতভাগ বৃত্তি দিচ্ছি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সন্তানদের সম্পূর্ণ বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে।

আলোচনা সভা শেষে কেক কেটে ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে এইউবি প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে ফুলেল শুভেচ্ছা জানান বোর্ড অব ট্রাস্ট ও সিন্ডিকেট সদস্য, ডীন, বিভাগীয় প্রধান, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা-বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে