কিছুতেই থামছে না সড়ক দুর্ঘটনা। গত একদিনে দেশের চার জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ঝরে গেছে আরও ৬ প্রাণ। এর মধ্যে কুমিলস্নার লাকসামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন, গোপালগঞ্জে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত হন। এছাড়া পাবনার ঈশ্বরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন ও সাতক্ষীরার শ্যামনগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একজন ভ্যানচালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন দুই জন। গুরুতর আহত হয়েছেন আরেকজন। তারা সবাই মোটরসাইকেলের আরোহী। বৃহস্পতিবার রাতে উপজেলার কুমিলস্না-নোয়াখালী সড়কের ভৈষকোপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক হোসেন ভূঁইয়া।
নিহত তাবারক উলস্নাহ মালু (৪২) লাকসাম উপজেলার গুনতী এলাকার এবং মাসুদ (২৮) একই উপজেলার উত্তরকোন এলাকার বাসিন্দা।
লাকসাম হাইওয়ে থানার ইনচার্জ মোবারক বলেন, 'হতাহতরা একটি মাহফিলে অংশ নেওয়া শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ভৈষকোপিয়া এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে নোয়াখালীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। গুরুতর আহত আরেক আরোহীকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেওয়া হয়েছে।'
মোবারক হোসেন আরও বলেন, 'বৃহস্পতিবার রাতে প্রচন্ড কুয়াশা ছিল। ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার মধ্যেও মোটরসাইকেল-ট্রাক দুটি যানবাহনই দ্রম্নত গতিতে ছিল। যে কারণে এ সংঘর্ষের ঘটনা এবং প্রাণহানি ঘটেছে।'
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুই কিশোরের প্রাণ গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার জালাবাদ ইউনিয়নের গোপীনাথপুর-খোলঘাট আঞ্চলিক সড়কের দুর্গাপুর কালী মন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গোপালগঞ্জ সদর থানার এসআই মুরাদ হোসেন জানান।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক ইছাখালী দক্ষিণপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। মারুফ জালালাবাদ ইউনিয়নের পাঁচুরিয়া আলিয়া মাদ্রাসার এবং বাঁধন খালিয়া ইউনাইটেড একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, 'মারুফ ও বাঁধন একটি মোটরসাইকেলে করে খালিয়া থেকে দুর্গাপুর বাজারে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে অতিরিক্ত গতি ছিল। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খেলে দুই বন্ধু মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র কুমার বিশ্বাস দুজনকেই মৃত ঘোষণা করেন।'
আইনী প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই মুরাদ হোসেন জানান।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইউনিয়ন যুবলীগ নেতার মৃতু্য হয়েছে। এ ঘটনার আহত হয়েছে আরও ৪ জন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঈশ্বরদী-কুষ্টিয়া (আইকে) রোডের মানিকনগর সলিমপুর ডিগ্রি কলেজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
আহত ৪ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হোসপাতাল থেকে রিলিজ দিলেও শুক্রবার (১০ জানুয়ারি) রাত ২টায় ঈশ্বরদীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যুবলীগ নেতা রুবেল বিশ্বাস।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে শেখ জিন্নাত আলী (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার চিংড়াখালী গ্রামের সড়কে ঘটনাটি ঘটে। নিহত জিন্নাত আলী চিংড়াখালী গ্রামের মৃত শেখ আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।