বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া!

যাযাদি রিপোর্ট
  ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর ৩৭ লাখই ভুয়া!

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া। শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি ২০২৪-এর সিম্পোজিয়াম, অর্থনৈতিক ব্যবস্থাপনা, সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এস কে বশির উদ্দিন এ কথা বলেন।

বিগত সময়ে এনআইডি জালিয়াতি করে একই পরিবারের একাধিক টিসিবি কার্ড করা হয়েছিল বলে এর আগেও অভিযোগ করেছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার আসার পর এমন ৩৭ লাখ কার্ড বাতিল হওয়ার কারণে আরও ৩৭ লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

1

আওয়ামী লীগ সরকারের সময়ে এক কোটি ফ্যামিলি কার্ডের কথা বলা হলেও এখন কেন ৬৩ লাখ পরিবারকে স্মার্ট কার্ডের আওতায় পণ্য দেওয়া হচ্ছে? সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে উপদেষ্টা শেখ বশির বলেছিলেন, এক কোটি কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল। এনআইডি ব্যবহার করে দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করা হয়েছে। তাই এক কোটির মধ্যে যে ৩৭ লাখ কার্ড বাদ দেওয়া হলে প্রকৃতপক্ষে একটি পরিবারও বাদ পড়বে না। যারা ছিল, যারা সঠিক প্রাপক, তাদের নির্ধারিত পরিমাণ পণ্য পাবে। যারা বেঠিক ছিল, ডুপিস্নকেশন ছিল; তাদেরকে বাদ দেয়া হয়েছে।

বাণিজ্য উপদেষ্টা বলেন, 'আমরা আরও ৩৭ লাখ কার্ড বাড়াতে চাই। ক্রয় এবং বিপণনে স্বচ্ছতা আনার মাধ্যমে যদি এটা এক কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব হয়- আমরা সেটাও করব।

এদিকে টিসিবির পণ্যের দাম বাড়ানো প্রয়োজন দাবি করে শেখ বশিরউদ্দিন বলেন, 'এখন টিসিবির পণ্যের দাম বাড়ানো হলে ব্যাপক সমালোচনা হবে। তাই এই চিন্তাগুলো সাহসের সঙ্গে করতে হবে। দীর্ঘদিন ধরে টিসিবির পণ্যের দাম সমন্বয় করা হয়নি। এটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। আমরা রাজনীতিবিদ না। আমরা কি দীর্ঘমেয়াদে ১৭৫-১৮০ টাকায় তেল কিনে ১০০ টাকায় বিক্রি করব? নাকি ১২৫-১৩০ টাকা করে এক কোটির জায়গায় দেড় কোটি বা দুই কোটিতে প্রসারিত করব?'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে