হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ ও শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ দেশবরেণ্য আলেমদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। বৃহস্পতিবার নানুপুরের বর্তমান পীর মাওলানা সালাহউদ্দিন নানুপুরী ও হেফাজতে ইসলামের আমির আলস্নামা শাহ মুহিবউলস্নাহ বাবুনগরীর সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। দীর্ঘ আলাপ শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চান।
এসময় তিনি নানুপুর ওবায়দিয়া মাদ্রাসা, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, মেখল মাদরাসা, আরবি বিশ্ববিদ্যালয় হাটহাজারিসহ বেশ কয়েকটি মাদ্রাসা সফর করেন।
এসময় কায়কোবাদ বলেন, 'আলেম ওলামারা নবিদের ওয়ারিশ। তাদের সম্মান করলে আলস্নাহ খুশি হন। আর তাদের যারা বেইজ্জত করে জুলুম নির্যাতন করে আলস্নাহ তাদেরকে বেইজ্জত করেন। আলেম ওলামাদের সম্মান করুন। ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলার খড়্গ ও জীবনের হুমকি নিয়ে ১৩ বছর দেশান্তরী থেকে ফেরার পর সর্বপ্রথম আমার মায়ের কবর জিয়ারত করেছি। এরপরই দুই আকাবিরের কবর জিয়ারত ও শীর্ষ আলেমদের সঙ্গে সাক্ষাতে চট্টগ্রাম সফরে এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন, যেন দেশ, জাতি, উম্মাহ ও দ্বিনের কল্যাণে কাজ করে যেতে পারি।'
তার সফরসঙ্গী ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাও. গাজী মুহাম্মদ ইয়াকুব ওসমানীসহ বিএনপি নেতারা।