মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সাউথইস্ট ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে ঢাকা আহ্‌ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

  ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
সাউথইস্ট ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে ঢাকা আহ্‌ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
সাউথইস্ট ব্যাংক পিএলসি'র চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে ঢাকা আহ্‌ছানিয়া মিশন প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

সাউথইস্ট ব্যাংক পিএলসি'র প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেমের সঙ্গে ঢাকা আহ্‌ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও আহ্‌?ছানউলস্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম রহমানের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এই বৈঠকের মূল লক্ষ্য ছিল উভয় প্রতিষ্ঠানের আস্থা ও ব্যাংকিং সম্পর্ক শক্তিশালী করা এবং ব্যাংকের আর্থিক সেবা ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের নতুন উপায় অনুসন্ধান। প্রতিনিধি দলের পক্ষ থেকে সাউথইস্ট ব্যাংকের শিক্ষা, স্বাস্থ্য এবং দারিদ্র্য বিমোচনে কার্যক্রমকে ইতিবাচক হিসেবে চিহ্নিত করা হয় এবং ব্যাংকের আর্থিক সেবার মানের ভূঁয়সী প্রশংসা করা হয়। বৈঠকে সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম.এ. কাশেমকে আহ্‌ছানউলস্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ মিশনকর্তৃক পরিচালিত অন্য জনকল্যাণমূলক প্রকল্প পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মাছুম উদ্দিন খান এবং ঢাকা আহ্‌ছানিয়া মিশনের জেনারেল সেক্রেটারি এবং আহ্‌ছানউলস্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ইঞ্জিনিয়ার আ.ফ.ম. গোলাম শারফুদ্দিন, আহ্‌ছানউলস্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ মহিউদ্দিন এবং আহ্‌ছানউলস্না বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল হকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে