বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের কারিকুলাম লে-আউট ও সিলেবাস অন্য বিশ্ববিদ্যালয়ের মতো গতানুগতিক হওয়ার সুযোগ নেই। কারণ, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ের মতো সমান সুযোগ নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না। শিক্ষাক্ষেত্রে তাদের অনেক প্রতিকূলতা ও বাধা অতিক্রম করতে হয়। তাই বাউবির কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের সময় এ দিকগুলি অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত 'ওবিই কারিকুলাম বাস্তবায়ন' বিষয়ক দিনব্যাপী অনুষ্ঠিত সেমিনারে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এসব কথা বলেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষক সেমিনার কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামভিত্তিক কারিকুলাম এবং সিলেবাস প্রণয়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষকমন্ডলীর মতামত এবং প্রস্তাবনা নিয়ে আগামীতে কিভাবে শিক্ষার্থীকেন্দ্রিক কারিকুলাম বাস্তবায়ন করা যাবে তার একটি রূপরেখা প্রণয়ন করাই সেমিনারের মুখ্য উদ্দেশ্য।'
সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস ও ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম।
সঞ্চলনা ও স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল-এর পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। সেমিনারে বিভিন্ন স্কুলের ডিন/প্রতিনিধিরা স্নাতর ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহের বর্তমান অবস্থা ও ওবিই কারিকুলাম বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন। ওবিই কারিকুলাম বাস্তবায়ন-বিষয়ক উপস্থাপনা করেন আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান ও অধ্যাপক ড. মোহাম্মদ মামুনূর রশিদ।
স্নাতর ও স্নাতকোত্তর প্রোগ্রামসমূহের সভাপতি, প্রোগ্রাম সমন্বয়কারী/সহ সমন্বয়কারী ও বিষয়ভিত্তিক শিক্ষকরা সেমিনারে অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি