নাটোরের বাগাতিপাড়া বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসের খেলার মাঠে ফল সেমিস্টার-২০২৪-এ ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যলয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
প্রধান অতিথি বলেন, 'তোমাদের ছাত্র জীবনে ৩টি জিনিস মেনে চলতে হবে- সুস্থ থাকতে হবে, নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। বাউয়েট শৃঙ্খলা ও নিয়ম কানুনের ব্যাপারে সচেতন। আশা করছি তোমরা বিশ্ববিদ্যালয়ের অনুসৃত শৃঙ্খলা পালন করবে। বাউয়েট কর্তৃপক্ষ এবং শিক্ষকরা সবাই তোমাদের সঙ্গে আছি। তোমাদের শিক্ষা জীবন সমৃদ্ধ হোক, তোমরা সুস্থ ও সুন্দর থেকে লেখাপড়া সম্পন্ন করে বাউয়েটের আলোকিত নক্ষত্র হয়ে উঠবে এটাই আমার প্রত্যাশা।'
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাসরুফা আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল কে এফ এ সোহেল (অব.), প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. মাহমুদুর রহমান, ছাত্র কল্যাণ উপদেষ্টা ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাছুদার রহমান, অগ্রজদের পক্ষে আইসিই বিভাগের শিক্ষার্থী মো. ইয়াজেদ ফারহান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের নবাগত শিক্ষার্থী সানজিনা সুলতানা।
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মো. শওকত হুসেন, রেজিস্ট্রার লে. কর্ণেল কে এফ এ সোহেল (অব.), মেকানিক্যাল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা। এছাড়া অন্যান্য বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা এবং নবাগত শিক্ষার্থীরা। সংবাদ বিজ্ঞপ্তি