অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে তিতাস গ্যাসের আওতাধীন ডেমরা, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, সাভার, টঙ্গী, গাজীপুর, ধানমন্ডি, মিরপুর, গুলশান, ময়মনসিংহ, মেঘনাঘাট ও নরসিংদী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এবং কোম্পানির জনবল দিয়ে অভিযান চালানো হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিদু্যৎ ও জ্বালানি বিভাগে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-২ এর সার্বিক সহযোগিতায় কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালানো হয়। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর বেগুনপট্টি এলাকার ফোর ব্রাদার্স ওয়াশিং কারখানা, গ্রীন ল্যান্ড ওয়াশিং কারখানা ও আলস্নাহর দান ওয়াশিং কারখানার মোট ১৮টি ড্রায়ার ও ৩টি বয়লারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে লাইন কিলিং ও ক্যাপিং করা হয়েছে। এতে প্রতিদিন প্রায় ৪,৫৮৪ সিএফটি গ্যাস সাশ্রয় হবে। এ সময় ২৫০ ফুট ৩/৪ ইঞ্চি পাইপ, ২৬০ ফুট ২ ইঞ্চি পাইপ, ৩টি কম্প্রেসার, ৫০০ ফুট হোস পাইপ, ৩ সেট ড্রায়ার বার্নার ও ৮টি বল ভাল্ব জব্দ করা হয়েছে।
এসময়, অবৈধভাবে তিনটি ডাবল চুলায় গ্যাস ব্যবহার করায় একজন আবাসিক ব্যবহারকারীকে মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং উক্ত বাড়ির রাইজার গোড়া হতে ক্যাপিং করা হয়েছে। এছাড়াও অবৈধ গ্যাস সংযোগসমূহের সোর্স লাইন এর ২ ইঞ্চির ৩ ফিট এবং ১ ইঞ্চির ২০ ফিট পাইপ অপসারণ করে কিলিং ও ক্যাপিং করা হয়েছে। অন্যদিকে গদারবাগ, এলাকায় বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ব্যাতিরেকে ও বিনা লাইসেন্সে ফিলিং স্টেশন পরিচালনার অপরাধে আরটি ফিলিং স্টেশন নামীয় কথিত প্রতিষ্ঠানের একজনকে এক্সপেস্নাসিভ অ্যাক্ট, ১৮৮৪ এর ধারা ৫(৩)(ক) এর অধীনে প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিধিমালা, ২০০৫ এর বিধি ১০৪ এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি