শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

গাজীপুর প্রতিনিধি
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু

সোমবার বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুলস্নাহ রায়হান এ তথ্য জানিয়েছেন। এর আগে রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শেষ হয়। মোনাজাত শেষে প্রথম ধাপে অংশগ্রহণকারী

অধিকাংশ লোকজন ময়দান ত্যাগ করেন। পরে দ্রম্নত সময়ের মধ্যে মাঠ প্রস্তুত করা হয়। ওই দিন বিকাল থেকেই দ্বিতীয় ধাপের লোকজন আসতে শুরু করেন। সোমবার সকাল থেকেও বিভিন্ন জেলা থেকে লোকজনকে দলবেঁধে ময়দানে আসতে দেখা গেছে।

এই ধাপে- ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সীগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, সাভার, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবন জেলার লোকজন অংশগ্রহণ করছেন।

হাবিবুলস্নাহ রায়হান বলেন, 'এই ধাপে ২২ জেলার লোকজন ছাড়াও ৭৬ দেশ থেকে সাড়ে ৩ হাজার বিদেশী মেহমান এসেছেন। ৫ ফেব্রম্নয়ারি প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত শেষে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।'

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে প্রায় ৪০ লাখ মানুষ অংশ নেন। দ্বিতীয় পর্বের ইজতেমা হবে ১৪ থেকে ১৬ ফেব্রম্নয়ারি পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে