সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের ছত্রভঙ্গে লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার পর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এসময় আন্দোলনকারীদের কয়েকজনকে আটক করেছে পুলিশ।
নিয়োগপ্রত্যাশীদের নেতা ও ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রার্থী তালুকদার পিয়াস বলেন, 'দুপুরে আমরা শাহবাগ অবরোধ করলে পুলিশ আমাদের ওপর জলকামান প্রয়োগ ও লাঠিচার্জ করে। আমাদের অনেকে আহত হয়েছেন, ১২জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।'
গত ৬ ফেব্রম্নয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশ ৩১ জনের নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার নির্দেশ দেয় হাই কোর্ট। এরপর থেকে আন্দোলন করে আসছেন ফল বাতিল হওয়া শিক্ষক প্রার্থীরা।
এর মধ্যে মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করার পর 'সড়ক না আটকিয়ে' কর্মসূচি পালন করার ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর একদিন বাদেই তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
এ বিষয়ে জানতে চাইলে তালুকদার পিয়াস বলেন, 'হঠাৎ করেই শাহবাগ মোড় অবরোধ করেন চাকরি প্রার্থীরা। এক সপ্তাহ সড়কে থাকার পরও আমাদের সমাধান হচ্ছে না। আমরা নিয়োগ চাই।'
এর আগে বুধবার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক প্রার্থীরা। বৃহস্পতিবার সকালে তারা শাহবাগে এসে অবস্থান নেন। পরে দুপুরে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
নোয়াখালীর কোম্পানীগঞ্জের প্রার্থী আবুল হাশেম বলেন, 'সর্বোচ্চ আদালত থেকে কোটা পুনর্র্নিধারণ করার আগে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা হয়েছে। সরকার আইন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। হাই কোর্ট যে রায় দিয়েছে তা বৈষম্যমূলক।'
গত সোমবার দুপুরে আন্দোলনকারীরা শাহবাগ মোড় আটকালে সেদিনও লাঠিপেটা করে পুলিশ। এর আগে শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে তারা যাওয়ার চেষ্টা করলে পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।