মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

জেল পালানো আসামি গ্রেপ্তার করল এটিইউ

যাযাদি রিপোর্ট
  ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জেল পালানো আসামি গ্রেপ্তার করল এটিইউ

নেত্রকোনায় আলোচিত রিপন হত্যা মামলায় মৃতু্যদন্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি মো. রুবেল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার জেলার জেলার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের বড়াই গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ সূত্র জানায়, আসামি রুবেল ২০১১ সালে ব্যবসায়িক কলহের জেরে রিপন নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রুবেলের বিরুদ্ধে পূর্বধলা থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলাটির তদন্ত শেষে আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হলে বিচারিক কার্যক্রম শেষে ২০১৮ সালের ৩০ মার্চ নেত্রকোনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ আসামি রুবেল মিয়াকে মৃতু্যদন্ডাদেশ দেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে রুবেল কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে আটক ছিলেন (মৃতু্যদন্ডপ্রাপ্ত বন্দি নং-৪৩৬৬/এ)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর উদ্ভুত পরিস্থিতির সুযোগে গত বছরের ৬ আগস্ট জেল থেকে পালিয়ে রুবেল আত্মগোপন করেন। কারা কর্তৃপক্ষ ওই ঘটনায় মামলা দায়ের করে। আসামি জেল থেকে পালিয়ে এতদিন দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন ছিলেন। এন্টি টেররিজম ইউনিটের চৌকস দল অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে