নড়াইল প্রেস ক্লাবের সদস্য ও প্রেস ক্লাব অনুষ্ঠান ব্যাবস্থাপনা কমিটির আহ্বায়ক দৈনিক যায়যায়দিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আল আমিনকে জাতীয় ক্রীড়া পরিষদ নড়াইলের ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ক্রীড়া সাংবাদিক হিসাবে মনোনীত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে আহবায়ক, ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানকে সদস্য সচিবসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৭ জনকে সদস্য পদে মনোনীত করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন- মো. হেমায়েতুল হক হিমু, মোলস্না মো. মনিরুজ্জামান, আসজাদুর রহমান মিঠু, হামিদুল হক তনু, মো. মোতাসসিন বিলস্নাহ ও মো. আল আমিন।