শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

যাযাদি রিপোর্ট
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
কলাবাগানে সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে টাইটাস হিলস্নল রেমার (৫৫) নামের এক সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস।

তিনি জানান, সকালে আইনজীবীর স্ত্রী বাসা থেকে কাজে বের হন, তখন বাসায় দুই মেয়ে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, টাইটাস হিলস্নল রেমা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই

তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃতু্যর পেছনে অন্য কোনও কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

টাইটাস হিলস্নল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর কলাবাগানের ক্রিসেন্ট রোডে বসবাস করতেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে